মোহনবাগান কখনও হারে না! KBFCকে হারিয়ে সুপার কাপ সেমিতে উঠে হুঙ্কার দীপক টাংরির
কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক বিদেশি নিয়ে দল সাজিয়ে, অধিকাংশ জুনিয়র অনামী ফুটবলারদের সুযোগ দেওয়ার পরেও নোয়াহ, জিমেনেজ, পাপরাহ সমন্বিত কেরলকে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। সেই সঙ্গে সেমিফাইনালের টিকিটও হাতে পেয়ে গেছে বাস্তব রায়ের দল। সাহাল-আশিক-অভিষেক-সালাহউদ্দিনরা এদিন যে ফুটবলটা খেলেছেন, তাতে মোহনবাগান সমর্থকরা গর্ববোধ করতেই পারেন আর ভবিষ্যৎ নিয়েও নিশ্চিন্ত থাকতে পারেন। এই কেরলই কদিন আগে ২ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, আজ সেই দলকেই মাত্র ১ বিদেশি নিয়েই ল্যাজেগোবরে করে দিয়েছে…









