ভারতে থাকার ইচ্ছা নেই ISLজয়ী স্টুয়ার্টের! একান্তই থাকলে, খেলবেন মোহনবাগানেই

ভারতে থাকার ইচ্ছা নেই ISLজয়ী স্টুয়ার্টের! একান্তই থাকলে, খেলবেন মোহনবাগানেই

২ ম্যাচ বাকি থাকতেই এবারে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে ৮ পয়েন্টে এগিয়ে ছিল সবুজ মেরুন শিবির, অর্থাৎ প্রায় তিন ম্যাচে তাঁরা বেশি জিতেছে। এরকম পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে এবারে মোহনবাগানের শক্তি ঠিক কতটা। আর সেই শক্তি বৃদ্ধির কারণ দলের বিদেশি ফুটবলাররা।

স্টুয়ার্ট এসেই বদলে দিয়েছে মোহনবাগানকে

মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিস রাই, শুভাশিস বোসরা অনেকদিন ধরেই খেলছেন মোহনবাগানে। তবে এই মরশুমের শুরুতে সুপার জায়ান্ট ম্য়ানেজমেন্টদের কয়েকটা বুদ্ধিদিপ্ত চালই বাগানকে ভারতীয় ফুটবলে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছে। যেমন অস্ট্রেলিয়ার তারকা বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে বাগান কর্তারা দলে আনেন, যা শুধু চমক দেখানোর জন্য নয়। ম্যাকলারেনও কিন্তু বেশিরভাগ সময় মাঠেই কাটিয়েছেন, অনেক তারকার মতো রিজার্ভ বেঞ্চে বসেননি।

বাগানের সাফল্যের কারিগর স্টুয়ার্ট

মোহনবাগানের শিল্ড জয়ের আরেক প্রধাণ কারণ গ্রেগ স্টুয়ার্ট। স্কটিশ এই মিডফিল্ডারই মোহনবাগানের মাঝমাঠের হৃদপিন্ড। তিনি খেললে বাগান জিতেছে, তিনি ফ্লপ থাকলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে মনবীর, কামিন্স, ম্যাকলারেনদের। স্টুয়ার্ট খেলেছেন বলেই আক্রমণে প্রথম একাদশে সুযোগই পাচ্ছিলেন না কামিন্স, পেত্রাতোসরা। স্কটিশ মিডফিল্ডার কি আগামী মরশুমেও খেলবেন সবুজ মেরুন জার্সি গায়ে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা।

মোহনবাগান চাইছে স্টুয়ার্টকে রাখতে

জানা যাচ্ছে, সবেমাত্র চোট কাটিয়ে সুস্থ হওয়া স্টুয়ার্ট আপাতত কিছুটা বিশ্রাম নিতে চান। সেটা শারীরিক কারণে নয়, একান্তই মানসিক কারণে। এই মরশুমে তিনটি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি ১৮ ম্যাচে। অনেক ম্যাচই চোটের জন্য খেলতে পারেননি। বাগানের অন্দরে একটা জল্পনা চলছিল, যে স্টুয়ার্টের পরিবর্ত হিসেবে এক বিদেশি মিডফিল্ডার নাকি খোঁজা হচ্ছে। তবে আধা ফিট স্টুয়ার্টও শেষ ১৫-২০ মিনিট করে মাঠে নেমে যে পার্থক্যটা গড়ে দিয়েছেন, তাতে বাগান কর্তারাও চাইছেন আরও ১ বছর তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে, যদিও সেটা এখনই করতে রাজি নয় স্কটিশ মিডিও।

ইংল্যান্ড-স্কটল্যান্ডের ক্লাব খুঁজছেন স্টুয়ার্ট

জানা যাচ্ছে, স্কটল্যান্ডের এই মিডফিল্ডার এখন ক্লাব খুঁজছেন ইংল্যান্ড বা নিজের দেশের। কারণ পরিবার ছেড়ে একদমই থাকতে পারেননা তিনি। অতীতে এমন নিদর্শনও বহু দেখা গেছে। পরিবারের কাছে থাকতে তিনি মানসিক দিক থেকে অনেক ফিট থাকেন, তাই এখনই মোহনবাগানের সঙ্গে চুক্তি না বাড়িয়ে ভারতীয় ফুটবল মরশুম শেষ হওয়া পর্যন্ত নিজের এজেন্ট মারফত ইংল্যান্ড, স্কটল্যান্ডের ক্লাবে খোঁজ চালাতে চান স্টুয়ার্ট। একান্তই সুযোগ না হলে তিনি ভারতে থাকবেন, সেক্ষেত্রে অন্য দল থেকে ডাক পেলেও তিনি থাকবেন মোহনবাগানেই।

(Feed Source: hindustantimes.com)