East Bengal: দু’গোলে পিছিয়েও বিরাট জয় লাল-হলুদের, প্রত্যাবর্তনের মশালে পুড়ে ছারখার পঞ্জাব…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নর্থইস্ট ইউনাইটেড (১-০) ও চেন্নাইয়িন এফসি-কে (২-০) হারিয়ে, ইস্টবেঙ্গলের পাখির চোখ ছিল ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয় তুলে এনে চলতি লিগে হ্যাটট্রিক করা ও প্রথম ছয়ের দৌড়ে কিছুটা এগিয়ে যাওয়া| দিন পাঁচেক আগে সেই স্বপ্নপূরণ হয়নি| ওড়িশার কাছে ২-১ হারতে হয়েছিল| মঙ্গলবার পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল জ্বলে উঠল| ময়দানের সেই প্রাচীন প্রবাদ আবার প্রমাণ করে দিল তারা, এক নয়, দু’গোলে পিছিয়েও অস্কার ব্রুজোর শিষ্যরা এদিন ৪-২ ম্যাচ জিতে নিল| প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে বসিয়ে দিল দুর্ভাগ্য, আর…


