৪ কোটি টাকা সহ মামলার খরচ দিতেই হবে, আদালতে বড় ধাক্কা খেল কেরালা ব্লাস্টার্স

৪ কোটি টাকা সহ মামলার খরচ দিতেই হবে, আদালতে বড় ধাক্কা খেল কেরালা ব্লাস্টার্স

চলতি আইএসএলে প্রথমদিকে দুর্দান্ত ছন্দে ছিল ইভান ভূকমানোবিচের কেরালা ব্লাস্টার্স এফসি। জিতে চলছিল একের পর এক ম্যাচ। এমনকী বাকি দলগুলিকেও তাদের সামনে দুর্বল দেখাতো। কিন্তু হঠাৎ তাল কাটে তাদের। সেই আগের ছন্দ আর দেখা যায়নি দলের মধ্যে। অনেক সময় জেতা ম্যাচ দোরগোড়ায় এসে হেরেছে তারা। যদিও এখনও পর্যন্ত তাদের কাছে রয়েছে ‘প্লে অফ’ খেলার সম্ভাবনা। তবে জয় অত্যন্ত জরুরি তাদের কাছে।

একেই চাপে পড়ে কেরল ব্লাস্টার্স। তার উপর আরও একটি বড় সমস্যায় পড়লো তারা। আইনি মামলায় তারা ধাক্কা খেল। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) করা মামলায় পরাজিত হলো দক্ষিণ রাজ্যের এই ক্লাব। তাদের আবেদন খারিজ করে দিল আদালত এবং এর জেরে এই মুহূর্তে ক্লাবকে জরিমানা হিসেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) দিতে হবে ৪ কোটি টাকা। আগামী দুই সপ্তাহের মধ্যে এটি দিতে হবে। পাশাপাশি, এআইএফএফকে সেই অর্থটিও দিতে হবে যা মামলা করতে লেগেছে।

গত মরশুমে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রেফারির ভুল সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঝপথে দলকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কেরালা ব্লাস্টার্স হেড কোচ ইভান ভূকমানোবিচ। যদিও, রেফারি ক্রিস্টাল জন ও ম্যাচ কমিশনার অমিত ধরপের তরফ থেকে বোঝানো হয়েছিল ম্যাচে ফিরে আসার জন্য, কিন্তু তিনি তা মানেননি। এরপরই ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে ক্লাবকে ৪ কোটি টাকার জরিমানা করা হয়। যদিও কেরালার তরফ থেকে দাবি করা হয়েছে যে দলকে এমন কঠোর শাস্তি দেওয়া যেতে পারে না কারণ তা এআইএফএফ ও আইএসএলের নিয়মের বিরুদ্ধে।

এরপর মামলা গড়ায় আদালত পর্যন্ত এবং সেখানেও ধাক্কা খায় তারা। কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ক্লাবের উচিত হয়নি ম্যাচ মাঝপথে রুখে দল তুলে নেওয়া। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্ত একটা বড় চাপ আনে দলে। এই বিষয়ে টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এক প্রবীণ আধিকারিক নিজের মুখ খোলেন এবং জানান যে এআইএফএফ বরাবরই এই বিষয়ে কঠোর। তিনি বলেন, ‘এআইএফএফ যখনই কোনও মামলা করে সেটার পেছনে বরাবরই একটা যুক্তি থাকে। আজ সেটা আদালতে বুঝিয়ে দিয়েছে। এই ব্যাপারে আমরা সবসময়েই খুব কঠোর। ক্যাসে এই জাতীয় মামলার সমাধান করা হয়।’

(Feed Source: hindustantimes.com)