খারাপ রেফারিং নিয়ে বিরক্ত ফেডারেশন, রেফারিদের বিশেষ বার্তা দিলেন AIFF সভাপতি

খারাপ রেফারিং নিয়ে বিরক্ত ফেডারেশন, রেফারিদের বিশেষ বার্তা দিলেন AIFF সভাপতি

চলতি আইএসএলে রেফারিং নিয়ে একাধিক অভিযোগ করেছে দলগুলি। এর বিরুদ্ধে অনেক দলই ফেডারেশনের কাছে চিঠিও পাঠায়। খারাপ রেফারিংয়ের জেরে যোগ্য জয় থেকে বঞ্চিত হচ্ছে দল, এমনই অভিযোগ সকলের। এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার জন্য বড় শাস্তি পেতে হয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসির কোচকে। পাশাপাশি, ইস্টবেঙ্গলের তরফেও চিঠি পাঠানো হয় ফেডারেশনকে। সবার অভিযোগ শুনে রেফারিং কমিটিকে নিয়ে বৈঠক ডাকেন কল্যাণ চৌবে। বৈঠক সেরে তিনি জানান যে, এর দায়িত্ব সকলকেই নিতে হবে।

তিনি বলেন, ‘গোটা মরশুম জুড়ে রেফারি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বহু ম্যাচের যোগ্য ফলাফল হয়নি রেফারিরদের ভুলের জন্য। এর জন্য সম্পূর্ণ দায়ী আমরা সকলে। এর দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে। এটা আমাদের সৌভাগ্য যে আজ আমরা এতটাই সফল যে গোটা ভারত আমাদের আয়োজন করা টুর্নামেন্টে আগ্রহ নিয়ে দেখছে। আমরা আর আগের মত ছোটো খাটো নই। এখন গোটা বছর জুড়েই আমাদের খেলা চলে। আমাদের দায়িত্ব গোটা দেশকে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আনন্দ দেওয়া এবং এটা আমরা চিরকাল করে যাবো। তাই আমরা এক হয়েছিলাম গোটা পরিস্থিতিটাকে গুরুত্ব দিয়ে দেখতে।’

পাশাপাশি, তিনি আরও জানান, ‘একজন কর্তৃপক্ষ হয়ে এবং একজন কর্মী হয়, এটা আমাদের দায়িত্ব নজরে রাখা যাতে আগামীদিনে রেফারিরা এই রকম ভুল না করতে পারে। কারণ আমি মনে করি এর জন্য জয় থেকে বঞ্চিত হতে পারে বহু যোগ্য দল এবং প্রভাব পড়তে পারে গোটা টুর্নামেন্ট জুড়ে। আমি সকলকেই অনুরোধ করব এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার। কোথায়, কি ভুল হচ্ছে সবকিছু নজরে রাখার। আমরা সবকটি ভিডিয়ো দেখেছি এবং বুঝতে পারছি ঠিক কি ক্ষতির মুখে পড়তে হয়েছে দলগুলিকে। যদিও আমরা রেফারিদের স্বাধীনতা দিয়েছি সবরকমের, তবে এর সঙ্গে আমাদের আন্তর্জাতিক স্তরের বেশকিছু নিয়মও মাথায় রাখতে হবে।’

উল্লেখ্য, আইএসএলের এটি দশম মরশুম, যা শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর। এবছর এএফসি এশিয়ান কাপের জন্য বিরতি থাকবে মাঝে, তাই শুরুর আগে ডিসেম্বর পর্যন্ত ম্যাচের তালিকা ঘোষণা করে দেওয়া হয়। এই পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। দ্বিতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। এখনো অবধি অপরাজিত রয়েছে তারা। তৃতীয় স্থানে পৌঁছে গেছে ওড়িশা এফসি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছেন দুজন। একজন ‘ওড়িশা এফসি’র ফিজি স্ট্রাইকার রয় কৃষ্ণ এবং আরও একজন ‘কেরালা ব্লাস্টার্স এফসি’র গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস। দুজনেরই আপাতত মোট গোলের সংখ্যা ৭। এবার দেখার বিষয় শেষ অবধি কারা পৌঁছয় পরবর্তী রাউন্ডে। কে জিতবে খেতাব শেষে? তা বলবে সময়।

(Feed Source: hindustantimes.com)