‘মিলন’ হল হাবাস ও কুয়াদ্রাতের! ISL-র মধ্যেই একই লাইনে MB ও EB-র কোচ

‘মিলন’ হল হাবাস ও কুয়াদ্রাতের! ISL-র মধ্যেই একই লাইনে MB ও EB-র কোচ

চলতি আইএসএলে শুরুর দিকে দুর্দান্ত ছন্দে ছিল মোহনবাগান। বেশ কয়েকটি ম্যাচ ধরে অপরাজিত ছিল তারা। তবে মাঝে কোথাও তাল কাটে। পরপর তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয় তাদের। যার পরেই উঠতে শুরু করে প্রশ্ন। এরপরই কোচ বদল হয়। জুয়ান ফেরান্দোর পরিবর্তে সবুজ-মেরুনের দায়িত্ব নেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। তবে সুপার কাপের পর ফের নিজেদের পুরনো ছন্দে ফিরে আসে সবুজ-মেরুন শিবির। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করার পর, লাগাতার দুটি ম্যাচে জয় পায় অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।

তবে এবার চলতি আইএসএলের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সবুজ-মেরুন শিবিরের হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। ঘনঘন ম্যাচে ক্ষুব্ধ তিনি। তবে শুধু হাবাস নন, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতও সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আগে। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে এক সাংবাদিক বৈঠকে হাবাস দাবি করেছেন যে আইএসএলের উচিত সূচিকে বিবেচনা করে দেখার। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেছেন যে কিছু ক্লাব পর্যাপ্ত সময় পেলেও, আবার অনেক ক্লাব সময় পাচ্ছেনা নিজেদের প্রস্তুত করার।

হাবাস বলেন, ‘দেখুন দিনের শেষে আমাদের দলের ফুটবলার নিয়ে ভাবতে হচ্ছে। আইএসএলের উচিত সূচিকে বিবেচনা করে দেখার। অনেক ক্লাব রয়েছে যারা একটা বিশাল সময় পাচ্ছে নিজেদেরকে প্রস্তুত করার জন্য। আবার এমন অনেক ক্লাব আছে যারা একেবারেই সময় পাচ্ছে না বলা যায়। বিশ্বের কোনও টুর্নামেন্টে এই সব হয় না। সব দলই জেতার জন্য খেলতে নামে। আমরা শেষ ম্যাচ খেলে সবে উঠেছি, তার তিনদিন পরই ফের আমাদের খেলতে নামতে হচ্ছে। আপনারা গোয়ার আবহাওয়া দেখেছেন? আর্দ্রতা রয়েছে ওখানে। সেই পরিবেশ থেকে ফের কলকাতায় খেলতে হচ্ছে। এগুলোর সত্যি কোন মানে নেই।’

পাশাপাশি, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গেও মুখ খোলেন সবুজ-মেরুন দলের হেড কোচ। হাবাস বলেন, ‘দেখুন নর্থইস্ট ইউনাইটেডকে আমি বিন্দুমাত্র হালকাভাবে নিতে চাই না। ওরা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠবে। এছাড়া ওদের দলটাও খুব ভালো। ওদের খেলা খুব ভালো লাগে আমার এবং কোচও খুব ভালো। যদি আপনি ঠিক করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন ওরা বিভিন্ন ফরম্যাটে খেলতে নামে। ওদের যেটা প্রধান শক্তি, সেটা হল ওরা বিপক্ষ দলের কাউন্টার অ্যাটাক খুব ভালো আটকে দিতে পারে। আপনারা দেখেছেন গত ম্যাচে ওরা কতটা ভালো পারফর্ম করেছে। সুতরাং ওদের হালকায় নিলে খুব ভুল করা হবে।’

(Feed Source: hindustantimes.com)