IND vs ENG: এবার পালটা ইংরেজদের, সেঞ্চুরি করে রাজকোট তাতাচ্ছেন ডাকেট…

IND vs ENG: এবার পালটা ইংরেজদের, সেঞ্চুরি করে রাজকোট তাতাচ্ছেন ডাকেট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে ভারত-ইংল্য়ান্ড (IND vs ENG) রাজকোটে টেস্ট খেলছে। পাঁচ ম্য়াচের চলতি সিরিজের তৃতীয় ম্য়াচে মুখোমুখি দুই দল। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঘুরে দাঁড়াল ইংল্য়ান্ড। বেন ডাকেটের (Ben Duckett) ব্য়াটে প্রত্য়ুত্তর ব্রিটিশদের।

পাঁচ টেস্টের সিরিজ আপাতত ড্র। একটি করে টেস্ট জিতেছে ভারত-ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ভারত তুলেছে ৪৪৫ রান। রোহিত শর্মা (১৩১) ও রবীন্দ্র জাদেজার (১১২) জোড়া সেঞ্চুরি ছাড়াও, দুই অভিষেককারী সরফরাজ খান (৬৬) ও ধ্রুব জুরেল (৪৬) ব্য়াট হাতে ছাপ রেখেছেন।

দ্বিতীয় দিনের শেষে ইংল্য়ান্ডের প্রথম ইনিংসের স্কোর ২ উইকেট হারিয়ে ২০৭। ওপেনার জ্য়াক ক্রলে (১৫) ও তিনে নামা অলি পপ (৩৯) ফিরে গিয়েছেন সাজঘরে। তবে আরেক ওপেনার বেন ডাকেট একাই বুঝে নিচ্ছেন ভারতীয় বোলারদের। দিনের শেষে তিনি ১৩৩ রানের অপরাজিত সেঞ্চুরি করে ক্রিজে আছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন চারে নামা জো রুট (৯)।

মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন একটি করে উইকেট। ভারতের এখন লক্ষ্যই থাকবে আগামিকাল প্রথম সেশনের মধ্য়েই ডাকেটকে তুলে নেওয়া। এর সঙ্গেই ইংরেজদের ব্য়াটিং লাইন-আপ গুটিয়ে দেওয়া।

হায়দরাবাদে হয়েছিল ভারত-ইংল্য়ান্ড  প্রথম ম্য়াচ। উপলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, রোহিতরা ম্য়াচটা মাঠেই রেখে এসেছিল। বেন স্টোকসরা দুরন্ত লড়ে নিজামের শহরের দখল নিয়েছিল। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে যায়। ২৮ রানে হেরে ভারত সিরিজে ০-১ পিছিয়ে পড়েছে। তবে বিশাখাপত্তনমে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ১০৬ রানে জিতে নেয় টেস্ট।

(Feed Source: zeenews.com)