2036 অলিম্পিক্সকে টার্গেট করলে এখন থেকেই কাজ শুরু করতে হবে! পরামর্শ শ্রীজেশের
অলিম্পিক্স এলেই ভারতীয় ক্রীড়াবিদদের থেকে পদকের আশায় থেকে আপামোর জনতা। কিন্তু অলিম্পিক্স চলে গেলে ভারতীয় ক্রীড়াবিদদের অনেককে নিয়ে কোনও আলোচনাই আর হয়না। সেটা নেটমাধ্যম হোক কিংবা আম জনতার মধ্যে। গোটা ভারতই তখন মাতামাতি করে ক্রিকেটের বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে। এক্ষেত্রে ক্রিকেটারদের কোনও কিছুই করার নেই, কারণ ভারতে এই খেলারই জনপ্রিয়তা সব থেকে বেশি। ফলত অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা ঘোরাফেরা করে ওই ৫-৭র মধ্যে, যা ২০ বছর আগে আরও কম ছিল। সেই পদক সংখ্যা বাড়াতে গেলে তৃণমূল স্তর থেকেই…