Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
গুরবক্স সিংয়ের ৯০তম জন্মদিন পালন বেঙ্গল হকির! সংবর্ধিত হল HIL জয়ী রাঢ় বেঙ্গল দল
গুরবক্স সিংয়ের ৯০তম জন্মদিন পালন বেঙ্গল হকির! সংবর্ধিত হল HIL জয়ী রাঢ় বেঙ্গল দল

হকি বেঙ্গলের তরফ থেকে গুরবক্স সিংকে সম্মানিত করা হল এবং তাঁর ৯০তম জন্মদিন পালন করা হল। অর্জুন পুরস্কার জেতা এই খেলোয়াড় ১৯৬৪ সালের অলিম্পিক্সে সোনার পদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। পরের বছর ১৯৬৮ সালেও ভারতীয় দল ব্রোঞ্জ পদক জিতেছিল। বাংলার হয়ে ১৬ বছর ধরে খেলেছেন এই হকি তারকা। বাংলার হয়ে অন্যতম দীর্ঘ সময়ের জন্য হকিতে খেলেছেন তিনি। এছাড়াও দীর্ঘদিন করিয়েছেন কোচিং। এক সঙ্গেই এদিন সংবর্ধিত করা হল হকি ইন্ডিয়া লিগজয়ী শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স দলকে। বহুদিন পর বাংলা জাতীয়…

Read More