East Bengal Club Foundation Day: ‘ভারত গৌরব’ কিংবদন্তি পিআর শ্রীজেশ, বর্ষসেরায় সম্মানিত হবেন সৌভিক-বিষ্ণু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথাগত রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও ১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস (East Bengal Club Foundation Day) পালিত হবে। এই বছর ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার প্রয়াস নেওয়া হয়েছে। আর এবার লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করবে হকি নক্ষত্র পিআর শ্রীজেশকে (PR Sreejesh)। বর্ষসেরা হয়েছেন সৌভিক চক্রবর্তী ও পিভি বিষ্ণু (সৌভিক ও বিষ্ণুর সঙ্গে আরও চলতি মরসুম শুরুর আগে…





