
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথাগত রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও ১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস (East Bengal Club Foundation Day) পালিত হবে। এই বছর ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার প্রয়াস নেওয়া হয়েছে। আর এবার লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করবে হকি নক্ষত্র পিআর শ্রীজেশকে (PR Sreejesh)।
বর্ষসেরা হয়েছেন সৌভিক চক্রবর্তী ও পিভি বিষ্ণু (সৌভিক ও বিষ্ণুর সঙ্গে আরও চলতি মরসুম শুরুর আগে আরও দু’বছর চুক্তি নবীকরণ করেছে ইস্টবেঙ্গল)। সকাল সাড়ে এগারোটায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন এবং ক্লাবের পতাকা উত্তোলন দিয়েই হবে অনুষ্ঠানের শুভারম্ভ। বিকেল চারটে থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। থাকবেন ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম।
পিআর শ্রীজেশ
২০ বছর, ৩৩৬ ম্যাচ, ১৫ পদক (অলিম্পিক্স ২, এশিয়াড ৩, কমনওয়েলথ গেমস ২, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ৫, এশিয়া কাপ ১, চ্যাম্পিয়ন্স ট্রফি ২)! ভারতীয় হকির সুপারহিরো পারাট্টু রবীন্দ্রন শ্রীজেশ ওরফে পিআর শ্রীজেশ। স্মৃতিতেই এখন ‘দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া’। প্যারিস অলিম্পিক্সে দেশকে ব্রোঞ্জ জিতিয়েই শ্রীজেশ আন্তর্জাতিক হকিকে বলেছেন আলবিদা। ভারতীয় হকির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে শ্রীজেশের নাম। আর সেই মানুষকেই এবার ‘ভারত গৌরব’ দিচ্ছে শতবর্ষের প্রাচীন ক্লাব।
কারা কারা পুরস্কৃত হবেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে:
‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করা হবেন প্রাক্তন ভারতীয় হকির কিংবদন্তি পিআর শ্রীজেশ।
ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ হবেন প্রাক্তন অধিনায়ক শ্রী সত্যজিৎ মিত্র।
ব্যোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ হবেন প্রাক্তন অধিনায়ক শ্রী মিহির বসু।
অজয় বোস মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত হবেন ডাঃ পল্লব বসু মল্লিক।
পুষ্পেন সরকার মেমোরিয়াল ‘আলোকচিত্রী’ সম্মানে সম্মানিত হবেন উৎপল সরকার।
পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত হবেন শ্রী করুণা চক্রবর্তী।
প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত হবেন কার্তিক ইন্দু।
বনোয়ারিলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা ফুটবলার’ সম্মানে সম্মানিত হবেন সৌভিক চক্রবর্তী এবং সৌম্যা গুগুলথ।
জীবন চক্রবর্তী মেমোরিয়াল ‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের’ সম্মানে সম্মানিত হবেন পিভি বিষ্ণু।
গোপাল বোস মেমোরিয়াল ‘বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়’ সম্মানে সম্মানিত হবেন কনিষ্ক শেঠ।
স্বপন বল মেমোরিয়াল ‘সমর্থক’ সম্মানে সম্মানিত হবেন ননীগোপাল বণিক।
‘প্রদীপ কুমার ব্যানার্জি’ মেমোরিয়াল সম্মানে সম্মানিত হবেন সঞ্জয় সেন এবং অ্যান্টনি আন্দ্রেস।
‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবেন ইস্টবেঙ্গল এবং ভারতীয় মহিলা ফুটবল টিমের খেলোয়াড় শ্রীমতি সংগীতা বাঁশফোড়।
(আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার শ্রী আরণ্যক ঘোষকে প্রতিভার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মানে সম্মানিত করা হবে)
(Feed Source: zeenews.com)
