FIH Pro Leagueএ চমক ভারতের! অলিম্পিক্সে সোনাজয়ী নেদারল্যান্ডসকে হারাল দীপিকারা
এফআইএইচ প্রো লিগের ম্যাচে বড় চমক দেখাল ভারতীয় মহিলা হকি দল। তাঁরা অলিম্পিক্সে সোনার পদকজয়ী দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল এদিন। আর তাঁরাই হোম লেগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে শ্যুটআউটে হারিয়ে দিল। ম্যাচ শেষে জয়ের হাসি হেসেই মাঠ ছাড়ল ভারতীয় মহিলা ব্রিগেড। নেদারল্যান্ডসকে হারিয়ে চমক ভারতের নেদারল্যান্ডসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা হকি দল। টিম ইন্ডিয়ার মহিলা বাহিনির এই জয় দীর্ঘদিন মনে থাকবে হকিভক্তদের। প্রথম দুই কোয়ার্টাররে মধ্যেই ২ গোলে পিছিয়ে গেছিল ভারত। কিন্তু এরপরই যে…

