India vs Maldives | Sunil Chhetri: ফিরেই গোল করলেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’, মলদ্বীপকে উড়িয়ে ৪৮৯ দিন পর জিতল ভারত!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের কোচ মানোলো মার্কেজ় তাঁকে ফিরতে বলেছিলেন, ভারতীয় ফুটবলের স্বার্থেই, ন’মাস পর অবসর ভেঙে ফিরলেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’! আর ফিরেই গোল করলেন কিংবদন্তি সুনীল ছেত্রী ( Sunil Chhetri)। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে, বুধ সন্ধ্যায় ভারত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মলদ্বীপকে ৩-০ গোলে হারাল। ২০২৩ সালের ১৬ নভেম্বর ভারত বিশ্বকাপের কোয়ালিফায়ারে কুয়েতকে হারিয়েছিল। সেই জয়ের ৪৮৯ দিন পর ফের জিতল নীল জার্সিধারীরা! মার্কেজ়ের কোচিংয়ে এটাই ভারতের প্রথম জয়। এদিন শুরু থেকেই ফিফা ক্রমতালিকায় ১২৬ নম্বরে থাকা…

