ISL-এর প্লে-অফে হয়তো খেলবেন সাহাল,পরের মরশুমে দলগঠনও শুরু বাগানের,নজরে ৩ ফুটবলার

ISL-এর প্লে-অফে হয়তো খেলবেন সাহাল,পরের মরশুমে দলগঠনও শুরু বাগানের,নজরে ৩ ফুটবলার

পরপর দু’বছর লিগশিল্ড জিতে মোহনবাগান নতুন রেকর্ড করে ফেলেছে। এখন তাদের লক্ষ্য, আইএসএল ট্রফি জয়। গত মরশুমে শিল্ড পেলেও, ফাইনালে বেরে ট্রফি হাতছাড়া হয়েছিল। এবার আর সেই ভুল করতে চায় না সবুজ-মেরুন ব্রিগেড।

আগামী মঙ্গলবার থেকে প্লে-অফের প্রস্তুতি শুরু করবেন মোহনবাগানের কোচ হোসে মোলিনা। তিনি আশা করে রয়েছেন, সাহাল আব্দুল সামাদকে পাবেন প্লে-অফের ম্যাচে। চোট সারিয়ে তিনি ততদিনে পুরো ফিট হয়ে উঠবেন। সাহাল শেষ বার খেলেছিলেন ৫ ফেব্রুয়ারি পঞ্জাব এফসির বিরুদ্ধে। সেই ম‌্যাচে চোট পাওয়ায় ৩৯ মিনিটের মাথায় তাঁকে তুলে নিতে হয়। তার পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। আসলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ প্লে-অফে মোহনবাগানের ম‌্যাচ পড়তে পারে। তাই সাহালকে পাওয়া নিয়ে আশাবাদী সবুজ-মেরুন।

যদিও প্লে-অফের পাশাপাশি এখনও সুপার কাপ বাকি। মরশুম শেষ হতে এখনও কয়েক মাস বাকি। তবে এখন থেকেই দলগঠন নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে মোহনবাগান। এখন থেকেই কাদের ধরে রাখা হবে, কাদের ছেড়ে দেওয়া হবে, তার হিসেব কষা চলছে। মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের মধ্যে একমাত্র টম অলড্রেডের সঙ্গেই চুক্তি শেষ হচ্ছে। বাকিদের সঙ্গে চুক্তি থাকছে।

অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের সঙ্গে আরও তিন মরশুমের চুক্তি রয়েছে। আলবার্তো রজরিগেজ, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স- তিন জনের সঙ্গেই রয়েছে আরও এক মরশুমের চুক্তি। যাঁদের সঙ্গে চুক্তি থাকছে, তাঁরা যদি অন্য কোনও দলে যেতে চান, তবে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে। এমনিতেই কামিন্স, পেত্রাতোসদের দাম কোটি টাকার উপর। তবে কামিন্স বা পেত্রাতোসরা যেহেতু সারা মরশুম জুড়ে খেলার সুযোগই পাননি, তাই তাঁদের আদৌ কোটি কোটি টাকা খরচ করে রেখে দেওয়া হবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা করছে বাগানের টিম ম্যানেজমেন্ট।

তবে টিম গড়ার বিষয়ে আগে কোচ হোসে মোলিনার সঙ্গে আলোচনা করবেন সবুজ-মেরুন দলের কর্তারা। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, কাকে রাখা হবে বা কাকে ছাড়া হবে। তবে এর মাঝেই কিছু তরুণ ফুটবলারের সঙ্গে আলোচনা শুরু করেছে বাগান। এফসি গোয়া এবং নর্থ ইস্ট থেকে তিন জন ফুটবলারকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। গোয়ার ফুটবলার ব্রাইসেন ফার্নান্ডেজকে পেতে নাকি মরিয়া হয়ে রয়েছেন সবুজ-মেরুন। মোলিনার সঙ্গে পরামর্শ করেই তাঁর দিকে ঝুঁকেছে বাগান। আইএসএলের ২২টি ম্যাচে ৭টি গোল করেছেন তিনি। ব্রাইসেন ছাড়াও মোহনবাগানের নজর রয়েছে নর্থ ইস্টের পর্থিব সুন্দর গগৈ এবং জিতিন সুব্রানের দিকে।

(Feed Source: hindustantimes.com)