Explained | ISL Final: আইএসএলের ফাইনালে ম্যাচ দেখতে এসে আহত বেঙ্গালুরু এফসির কর্ণধার জিন্দাল! কী এমন ঘটল স্টেডিয়ামে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজি ফাটানোর শিকার হলেন বেঙ্গালুরু এফসির মালিক পার্থ জিন্দাল। গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান (Mohun Bagan SG) বনাম বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) ম্যাচ দেখতে কলকাতা এসেছিলেন জেএসডব্লিউর (JSW) কর্ণধার পার্থ জিন্দাল। আর সেখানেই ঘটল বিপদ। আইএসএল ফাইনালে (ISL) মোহনবাগানের বিরুদ্ধে তার দলকে সমর্থন করতে এসেছিলেন পার্থ জিন্দাল। এই সময়ে আতশবাজির আঘাত তাঁর। সল্টলেক স্টেডিয়ামের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেছেন তিনি। পার্থ জিন্দাল বহু বছর ধরে বেঙ্গালুরু এফসি ম্যাচগুলিতে নিয়মিত ছিলেন এবং মোহনবাগান সুপার জায়ান্টসের…