Viral Video: গলা অবধি মদ খেয়ে এমন কে করে? মাঝ-আকাশে দোল খাচ্ছে যুবক! এই ভিডিও দেখলে চোখ কপালে উঠবে
Viral Video: বৈদ্যুতিন জটলা পাকানো তারে ওই ব্যক্তি উঠে গেলে সেই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। কী কাণ্ড দেখুন… দেখুন কী কাণ্ড! হায়দরাবাদ: যারা আসক্তির সঙ্গে লড়াই করছেন তাদের জন্য অতিরিক্ত মদ্যপান করা এবং তারপরে অনিয়মিত আচরণ করা সাধারণ ব্যাপার। প্রাথমিক উচ্ছ্বাস ম্লান হয়ে যায়, একটি দীর্ঘস্থায়ী হ্যাংওভার থাকে এবং শারীরিক বহু ক্ষতি হয়। অন্ধ্রপ্রদেশের মান্যম জেলার এম সিঙ্গিপুরম গ্রামে এমনই একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে একজন নেশাগ্রস্ত ব্যক্তির কাজ দেশব্যাপী ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেছেন যে…