Guava | Blood Sugar | হেলাফেলার এই ফল আর পাতাই সুগারের মহৌষধ! মানলে আপনারই মঙ্গল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:মানবদেহে এখন সব থেকে সাংঘাতিক এবং কঠিন অসুখ মধুমেহ বা ব্লাড সুগার। পৃথিবীতে ব্লাড সুগার পেশেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে। এই মারণ রোগের শিকার হওয়ার আগে কেউই বুঝতে পারে না কখন অতর্কিত আক্রমণ করবে এই অসুখ।খাওয়া-দাওয়ার অনভ্যাস, উল্টোপাল্টা খাওয়া দাওয়া,অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে, অল্প বয়স থেকেই অনেকে ব্লাড সুগারের শিকার হচ্ছে। একবারে অসুখের কবলে পড়লে সারা জীবন এই অসুখ বয়ে বেড়াতে হয়। ওষুধ খেয়ে কিছুটা নিয়ন্ত্রণে থাকে, কিন্ত নির্মূল হয়না কখনওই। তবে জানেন কি আমাদের আশেপাশে…