Moringa Tree Benefits: পালং শাকের চেয়ে ২৫ গুণ বেশি আয়রন, কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন! ব্লাড সুগার, প্রেশার…হাজার রোগের মহৌষধ এই সাধারণ গাছ
Moringa Tree Benefits: ভিটামিন সি, ভিটামিন এ-সহ অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এই গাছ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। রক্তচাপ নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম শক্তিশালী করে। এটি ক্যানসার সেল বাড়তে দেয় না। আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন একাধিক সাধারণ গাছপালা, যাদের গুণাগুণ জানলে অবাক হতে হয়। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, পরিচিত এইসব গাছ গাছালি মাত দিতে পারে দামি ওষুধকেও। সারিয়ে দিতে পারে একাধিক রোগ। জাহানাবাদের হোমিওপ্যাথি চিকিৎসক ড: আমির আনোয়ার জানালেন তেমনই একটি পরিচিত গাছের অজানা গুণের কথা।…