Darjeeling News: জাপানি এই রেসিপি বাড়িতেই বানান…! যেমন হেলদি তেমন টেস্টি, রইল দুর্দান্ত সহজ পদ্ধতি
Darjeeling News: ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানের এই রেসিপি সুশি রোল! যেমন দেখতে তেমন খেতে, একবার খেলেই মন বলবে আরো খাই! জেনে রাখুন দুর্দান্ত এই রেসিপি জাপানি ডিস সুশি দার্জিলিং: ঘরে বসেই উপভোগ করুন বিদেশি খাবারের স্বাদ। উত্তরবঙ্গ মানে যেমন ঘোরার নতুন নতুন ঠিকানা তেমনি উত্তরবঙ্গে রয়েছে রকমারি খাবারের সম্ভার। বাজারজুড়ে চাইনিজ খাওয়ার নেপালি খাওয়ার থেকে শুরু করে বাঙালিয়ানা সব খাবার মিলেমিশে একাকার। প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন কোন খাবারের সন্ধান করে। সেই অর্থেই এবার বিদেশের বিখ্যাত সুশির স্বাদ দেশের মাটিতেই।…