Travel News: ঘন জঙ্গলের মাঝেই রয়েছে…, অ্যাডভেঞ্চার নিতে ছুটে আসে কাতারে কাতারে পর্যটক, সঙ্গীকে নিয়ে যাবেন নাকি?
Travel News: চারিদিকে ঘন জঙ্গল তার মাঝেই টিপু নদী যেন সকলের আকর্ষণ! গরম পড়তেই টিপু নদীতে স্নান করতে ছুটে আসে কাতারে কাতারে পর্যটক! কখনও ময়ূরের ডাক আবার কখনও হাতিতে আনাগোনা তার মাঝেই বনদফতরের নিরাপত্তায় পর্যটকদের দেদার আনন্দ। বাগডোগরার জঙ্গলের মাঝে টিপু নদীকে ঘিরে তৈরি পিকনিক স্পট শিলিগুড়ি: বন বিভাগের উদ্যোগে কার্শিয়াং ডিভিশন এর সেন্ট্রাল বস্তি এলাকায় তৈরি হওয়া ইকোপার্ক রোজগারের দিশা দেখাচ্ছে গ্রামের যুবক যুবতীদের। উত্তরবঙ্গ মানেই পাহাড় নদী জঙ্গলের এক অপরূপ মেলবন্ধন যার টানে সারা বছর…