পড়াশোনার ইচ্ছে ছিল, জোর করে বিয়ে দেয় বাড়ি থেকে…! ৩৫ পেরিয়ে অবশেষে উচ্চ মাধ্যমিক দিলেন এই ৫ বধূ!
HS Exam 2025: বাঁকুড়ার ওন্দা ব্লকের পাঁচ মহিলা, মন্দিরা প্রামাণিক, চিন্তামণি প্রামাণিক, অঞ্জলি বাউরী, বীথিকা মালগোপ ও জ্যোৎস্না পাল, সংসারের কাজ সামলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তাঁদের জেদ, লড়াইয়ের গল্প আপনাকে মুগ্ধ করবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাঁকুড়া: পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়। অল্প বয়সে বিয়ে করে সংসারের বেড়াজালে শেষ হয়ে যায় পড়াশোনার স্বপ্ন। সেই স্বপ্ন আবারও পুনরুজ্জীবিত করল ওন্দা যুবসমাজ। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের ৩৫ ঊর্ধ্ব পাঁচ মহিলা আবারও দিচ্ছেন উচ্চমাধ্যমিক পরীক্ষা।বাড়িতে আর্থিক অনটন…