IIT Kharagpur: নতুন দিগন্ত আইআইটি খড়গপুরে! চুক্তি সম্পন্ন, চালু হচ্ছে ‘ক্রিয়েটিভ লিডারশিপ’ কোর্স, জানুন বিস্তারিত
IIT Kharagpur: এই উদ্যোগের মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক নেতৃত্ব শিক্ষার সঙ্গে যুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে আরও সমন্বিত ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে চায় আইআইটি খড়গপুর। নতুন কোর্স চালুর জন্য মৌ চুক্তি খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভারতীয় জ্ঞানব্যবস্থা (Indian Knowledge Systems বা IKS)-কে কেন্দ্র করে অভিনব ও আন্তঃবিভাগীয় শিক্ষার প্রসারে আরও এক ধাপ এগোল ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান খড়গপুর (IIT Kharagpur)। সম্প্রতি ‘ক্রিয়েটিভ লিডারশিপ’ নামে একটি বিশেষ কোর্স চালুর লক্ষ্যে ই-কালাকার (eKalakaar)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর…








