Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Medinipur Station: ‘বসন্ত বিলাপ’-এর ক্লাইম্যাক্স শ্যুটিং হয়েছিল, ঐতিহ্য বিজড়িত মেদিনীপুর স্টেশনের ইতিহাস রোমহর্ষক, জানুন
Medinipur Station: ‘বসন্ত বিলাপ’-এর ক্লাইম্যাক্স শ্যুটিং হয়েছিল, ঐতিহ্য বিজড়িত মেদিনীপুর স্টেশনের ইতিহাস রোমহর্ষক, জানুন

Medinipur Station History: ইতিহাস এবং ঐতিহ্য বহন করে চলা এই প্রাচীন মেদিনীপুর স্টেশন এর ভোল বদলে দিচ্ছে রেল। ঝাঁ চকচকে হচ্ছে মেদিনীপুর স্টেশন। ইতিহাসে মোড়া মেদিনীপুর স্টেশন মেদিনীপুর, রঞ্জন চন্দ: ‘আমি জানতাম, তুমি আসবে। তাই অপেক্ষা করছিলাম।’ রেল স্টেশন ছেড়ে দেওয়ার পরেও প্রিয়তমার জন্য অপেক্ষা করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় অর্থাৎ শ্যাম। দৌড়ে দৌড়ে এসে স্টেশনে ঢুকেও শ্যামকে দেখতে না পেয়ে আশাহত হয়ে ফিরে যাচ্ছিলেন প্রিয়তমা অনুরাধা। বাস্তবের সঙ্গে মিল খুঁজে পেলেও এটি এক সিনেমার চিত্রনাট্য। তবে এ কথা কেন বলছি…

Read More