West Medinipur News: অর্ধপ্রসব অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে মানুষের দোরগোড়ায়! মা হনুমানের ছটফটানি দেখে চোখে জল সকলের, পিংলায় হৃদয়বিদারক দৃশ্য
West Medinipur News: পিংলায় এক হৃদয়বিদারক দৃশ্য। প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে বাঁচার শেষ আশায় মানুষের দোরগোড়ায় এসে দাঁড়াল এক মা হনুমান। শেষমেষ জন্ম দিল মৃত সন্তানের।প্রসব যন্ত্রণায় ছটফট করছে হনুমান পিংলা,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: দীর্ঘ সময় ধরে প্রসব যন্ত্রণায় ছটফটানি। শেষমেষ মৃত সন্তানের জন্ম। এলাকার মানুষের প্রচেষ্টায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল বন দফতরে। পিংলায় এক হৃদয়বিদারক দৃশ্য। মানুষ যেমন কষ্টে আশ্রয় খোঁজে, তেমনই মা হওয়ার যন্ত্রণায় ছটফট করে বাঁচার শেষ আশায় মানুষের দোরগোড়ায় এসে দাঁড়াল এক মা…







)


