পথখরচ বাঁচিয়ে আন্দোলনরত ডাক্তারদের ঢাকি দিলেন ২০৮ টাকা, কী লিখলেন কিঞ্জল ফেসবুকে
এবারে তিলোত্তমা এক অন্যরকম উৎসবের মুখোমুখি হয়েছে। একদিকে যেমন হাজার হাজার লোকের ভিড়ে দম ফেলার ফুরসত ছিল না পুজো মণ্ডপগুলিতে, তেমনই আবার ধর্মতলায় অনশনে বসেছিল জুনিয়র ডাক্তাররা। একাংশ, ঠাকুর দেখার বদলে, আরজি কর নির্যাতিতার হয়ে বিচার চাইতে সেখানেই জমায়েত করেছিল। এমনকী, কার্নিালের দিনও একদিকে উৎসব, আরেকদিকে দ্রোহ দেখেছে কলকাতাবাসী। এরকম দৃশ্য যে শহরে হতে পারে, তা হয়তো ভাবনার বাইরে ছিল সাধারণ মানুষের। তবে শুধু যে শহর কলকাতার মানুষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনরে পাশে এসে দাঁড়িয়েছেন, তা বললে ভুল হবে। ধর্মতলায়…