Nadia News: ফাল্গুনী পূর্ণিমার সপ্তাহখানেক পরও আবিরখেলা, শান্তিপুরে ৬৫০ বছর ধরে পালিত অদ্বৈত আচার্যের সপ্তমদোল উৎসব
Nadia News:প্রথম দোল উৎসবের পর সপ্তম দোল। তবে এটি কোনও রাধাকৃষ্ণ বিগ্রহের দোল নয়। এটি শ্রীঅদ্বৈতাচার্যের দোল বলেও পরিচিত শান্তিপুরের জাগ্রত বিগ্রহ মৈনাক দেবনাথ, শান্তিপুর: ৬৫০ বছরের পুরনো শান্তিপুরের বাবলায় অদ্বৈত আচার্যের দোল উৎসব। যা অনুষ্ঠিত হল এদিন সপ্তম দোলে। নদিয়া জেলার প্রাচীন জনপদ শান্তিপুরের দোল উৎসব রাসযাত্রার পর দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব বলে পরিচিত। এখানকার দোল এক দিনের উৎসব নয়, বরং পূর্ণিমায় দোল ছাড়াও প্রতিপদ, পঞ্চমদোল, সপ্তমদোল এবং রামনবমীতেও এখানে দোল উৎসব পালিত হয়। শান্তিপুরের দোল মানে কিন্তু এক…