Kolkata: দেশের ইএনটি চিকিৎসার স্টিয়ারিং এখন কলকাতার হাতে…
মৈত্রেয়ী ভট্টাচার্য: দেশের ইএনটি চিকিৎসার স্টিয়ারিং এখন কলকাতার হাতে। বাতাস ও শব্দ দূষণ নানান শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিচ্ছে অ্যালার্জির ঝুঁকি। বাড়ছে নাক কান গলার সমস্যা। আমাদের রাজ্যে সব রকমের অত্যাধুনিক চিকিৎসার সুযোগ আছে বটে, কিন্তু তার বেশিরভাগটাই হয় ইউরোপ ও আমেরিকার গাইডলাইন মেনে। দ্য অ্যাসোশিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্ট (AOI) এর পক্ষ থেকে ভারতীয়দের জন্যে আলাদা একটি গাইডলাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা ইওরোপ আমেরিকার থেকে আমাদের দেশের মানুষদের বিভিন্ন বিষয়ে অনেক অমিল আছে। পরিবেশ ও শারীরিক গঠনের দিক থেকেও…