Sonarpur Student death: শারীরশিক্ষা ক্লাসে দৌড়তে দৌড়তে হঠাৎ পড়ে গেল ছেলেটি! আর উঠল না সোনারপুরের ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর ছাত্র
কামালগাজি ইংরেজি মাধ্যম স্কুলে স্পোর্টস ক্লাসে দৌড়ের মাঝে অর্কদীপ বাগের মৃত্যুতে চাঞ্চল্য! তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ, ময়নাতদন্ত হবে আগামীকাল।স্পোর্টস ক্লাসে দৌড়ের মাঝে মৃত্যু নবম শ্রেণীর ছাত্র অর্কদীপের, চাঞ্চল্য কামালগাজি ইংরেজি মাধ্যম স্কুলে সোনারপুর, সুমন সাহা: শারীরশিক্ষা ক্লাসে দৌড়ের মাঝে মৃত্যু নবম শ্রেণীর ছাত্র অর্কদীপের, চাঞ্চল্য কামালগাজি ইংরেজি মাধ্যম স্কুলে। স্কুলে স্পোর্টস ক্লাস চলছিল। তাতে উপস্থিত ছিলেন নবম শ্রেণীর ছাত্র অর্কদীপ বাগ। রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা বছর পনেরোর অর্কদীপ পড়ত কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে। সহপাঠীদের সঙ্গে দৌড় শুরু…










