দশ-দশটি ক্যামেরার প্রত্যেকটিই গেটে…? ব়্যাগিং রুখতে হস্টেলে সিসিটিভি নয় কেন?
কলকাতা: ব়্যাগিং কি গেটে হয়? ব়্যাগিং রুখতে সিসিটিভি বসানোর সিদ্ধান্তের কথা বলছে যাদবপুর কতৃপক্ষ। অথচ সিসিটিভি বসছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস এর ৫ টি গেট ও ৫ টি হোস্টেল এর গেটে। আর বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তেই উঠছে প্রশ্ন। হোস্টেলের ভিতরে কেন থাকছে না সিসিটিভি? উঠছে সেই প্রশ্নও। গেটে সিসিটিভি বসালে কি ব়্যাগিং বা যে কোনও ঘটনায় নজরদারি সম্ভব? সূত্রের খবর বিশ্ববিদ্যালয়ের ১০০টিরও বেশি স্পর্শ কাতর অঞ্চল রয়েছে। সম্প্রতি এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছিল। যার মধ্য হস্টেলের বারান্দা থেকে শুরু…