পড়ুয়া মৃত্যুতে বাড়ছে ক্ষোভ! যাদবপুরের ছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ
কলকাতাঃ প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় প্রথম থেকে ক্যাম্পাসে সরব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অধ্যাপক-অধ্যাপিকাদের অনেকাংশই পড়ুয়াদের সমর্থন করেছেন। পড়ুয়াদের আন্দোলন বা বিক্ষোভে সহমত ছিলেন সহ-নাগরিকেরা। তবে শুশুই সম্মতি ছিল তা নয়, ৯ অগাস্ট বুধবার রাতের পর থেকে কিছু মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। আর তার কারণ ছাত্র সংগঠনগুলি। স্থানীয়দের অনেকেই বলছেন, পড়াশুনা যেখানে প্রাধান্য, পড়ুয়ারা পড়াশুনা করতে আসে। সেখানে পান থেকে চুন খসলেই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে রাস্তায় নেমে পড়ুয়ারা অবরোধ গড়ে তোলে। তাতে সমস্যায় পড়তে হয়…