PICs | ISRO Images of Myanmar Earthquake: সামনে এল ISRO-র তোলা মায়ানমারের ভয়ংকর ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসের বীভৎস সব ছবি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৮ মার্চ সাম্প্রতিক সময়ের কালো দিন। লহমায় মৃত্যু ঘটেছে হাজার হাজার মানুষে। এখনও ধ্বংসস্তূপের নীচে প্রাণ আছে! সেই সন্ধানে কাজ করছে রেসকিউ টিম। মায়ানমার-ব্যাংককের ভূমিকম্প। যা সাম্প্রতিক কালের অন্যতম ভয়ংকর ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৭। কতটা ভয়ংকর ধ্বংস? ছবিই দেখিয়েছে সেটা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো (ISRO)-র তোলা ছবি। ভূমিকম্পের আগের ও পরের হাই রেজোলিউশন কিছু ছবি তুলেছিল ইসরো। পরে তারা সেগুলি প্রকাশ করে। সেই ছবি দেখিয়েছে– সেদিন কোথায় কী ঠিক…