সোয়া ২টোয় বড় ঘটনা! সত্যিই ১৫ সেপ্টেম্বর পৃথিবী ধংস হত! কান ঘেঁষে গেল ‘বিপদ’
কলকাতা : অনেক দিন ধরে পৃথিবীর একটি বড়সড় বিপদের কথা শোনা যাচ্ছিল। তবে অবশেষে তা এড়ানো গিয়েছে। সম্প্রতি নাসা সতর্ক করেছিল, ১১০ ফিট বিশাল গ্রহাণু 2024 RN16 ১৫ সেপ্টেম্বর পৃথিবীতে আঘাত হানতে পারে। তবে এই গ্রহাণু RN16 পৃথিবী থেকে ১৬ লক্ষ কিলোমিটার অতিক্রম করেছে। ১০৪,৭৬১ কিলোমিটার বেগে চলা এই গ্রহাণু যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খেত, তা হলে তা বড় বিপদ ঘটাতে পারত। এর প্রভাবে বায়ুমণ্ডলে শক ওয়েভ তৈরি হতে পারত। গ্রহাণু RN16 অ্যাপোলো গ্রহাণু গোষ্ঠীর অংশ, যা পৃথিবীর জন্য…