শিশুরা যেভাবে হাঁটতে শেখে, সেভাবেই শুরু করতে হবে সুনীতা উইলিয়ামসদের, হতে পারে ক্যানসারও !
নয়াদিল্লি : দীর্ঘ ন-মাস মহাকাশে বন্দিদশা কাটানোর পর আজ ভোররাতে পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ থেকে ফিরলেও এখনই ঠিক ভাবে হাঁটার ক্ষমতা থাকবে না সুনীতাদের। বসে থাকা বা শুয়ে থাকার আলাদা অনুভূতিটুকুও তাঁদের হবে না। নানা শারীরিক জটিলতায় জর্জরিত হতে হবে তাঁদের। শরীরে প্রোটিনের ঘাটতি, হাড়ের শক্তি কমার পাশাপাশি, দৃষ্টিশক্তির সমস্যা এবং প্লাজ়মা বা রক্তরসের তারতম্য হতে পারে। এছাড়াও এতদিন তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে থাকার ফলে পরবর্তী সময়ে ক্যানসারও…