এলিয়েন বলে কিছু আছে? ইসরো প্রধানের চমকে দেওয়া উত্তর! দাবি করলেন, ‘ওরা আছে’
নয়াদিল্লি : পৃথিবীর বাইরে কি কোথাও প্রাণের অস্তিত্ব আছে? সত্যিই কি এলিয়েন বা ভিনগ্রহীদের অস্তিত্ব আছে? এই প্রশ্নের উত্তরের পিছনে মানুষ ছুটেছে যুগের পর যুগ ধরে। এই নিয়ে বিজ্ঞানীমহলেও কৌতূহল তুঙ্গে থাকে। সত্যিই কি তারা আছে? নাকি সবটাই মানুষের অলীক কল্পনা? এই নিয়ে আলোচনার সুযোগ আরও বাড়িয়ে দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ। এক পডকাস্ট-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভিনগ্রহীরা থাকতেই পারে। ওরা থাকতে পারে বড় সময়ের পরিসরে। হয়তো কোথাও এমন সভ্যতা রয়েছে যা ২০০ বছর…