‘সিটি কিলার’ গ্রহাণু, বাড়ল পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা, জানাল নাসা
City Killer Asteroid: সম্প্রতি একটি গ্রহাণু আবিষ্কার করেছে নাসা। গ্রহাণুর নাম 2024 YR4, যার গতিপথ সর্বক্ষণ নজরে রাখতে নাসা। আগে এই গ্রহাণুকে ‘সিটি কিলার’ বলা হয়েছে। অর্থাৎ একটা শহর ধ্বংসের ক্ষমতা রাখে এই গ্রহাণু। সম্প্রতি 2024 YR4 গ্রহাণু সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নাসা। তারা জানিয়েছে, পৃথিবীকে এই গ্রহাণুর আঘাত করার সম্ভাবনা বেড়ে আগের তুলনায় বেড়ে ৩.১ শতাংশ হয়েছে। ২০৩২ সালে এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, ২০৩২ সালের ২২ ডিসেম্বর 2024 YR4 গ্রহাণুকে পৃথিবী পৃষ্ঠে…

