যাদবপুরকাণ্ডে ‘কড়া’ রাজ্যপাল! উপাচার্যকে বললেন, ‘আমি নিরাপত্তার ব্যবস্থা করব’

যাদবপুরকাণ্ডে ‘কড়া’ রাজ্যপাল! উপাচার্যকে বললেন, ‘আমি নিরাপত্তার ব্যবস্থা করব’

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজ্যপাল। তাঁর ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত খোদ আচার্য। এদিন যাদবপুরের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সেখানে রাজ্যপাল বলেন, কোনওরকম নিরাপত্তাহীনতা বোধ করলে আমাকে জানাবেন। আমি আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করব। উত্তরে উপাচার্য বলেন, আমার স্ত্রী একটি স্কুলে চাকরি করেন। রাজ্যপাল আশ্বস্ত করেন আপনার ও আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে সমস্যা হলে আমাকে জানাবেন আমি পদক্ষেপ করব। উপাচার্যের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে এদিনের বৈঠকে বিশেষভাবে আত্মস্থ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত, বৃহস্পতিবার হঠাৎ করেই প্রায় আড়াই ঘণ্টার বৈঠক করলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস ও সদ্য নিযুক্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। ছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্য কয়েকজন সদস্যও। সূত্রের খবর, বৈঠকে ছাত্রমৃত্যুর কারণ খুঁজতে কড়া মনোভাব দেখিয়েছেন আচার্য। পদক্ষেপও কড়া ভাবেই করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে উপাচার্যকে আচার্য বলেছেন, ‘কোনও চাপের কাছে মাথা নত করবে না। র‌্যাগিং আটকাতে যা যা করণীয় তাই করবেন।’ বিশ্ববিদ্যালয়ের বায়োমেট্রিক বসানো যায় কি না, তা নিয়েও উপাচার্যকে দেখতে বলেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয় নিরাপত্তার জন্য আরএফআইডি বসানোর কথা রাজ্যপালকে বললেন উপাচার্য। সেটি কার্যকরী করতে কত সময় লাগবে রাজ্যপাল তা জানতে চাইলে, উপাচার্য বলেন ন্যূনতম একমাস সময় লাগবে।

এদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে এই জরুরি বৈঠক শুরু করেন রাজ্যপাল। জরুরি তলব পেয়ে রাজভবনে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। যান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যও।

(Feed Source: news18.com)