
এদিন বিকেলে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর থেকে শোভাযাত্রা সহকারে তাঁকে নিয়ে আসা হয় মেদিনীপুর সুইমিং ক্লাবে। যেহেতু আফরিন সুইমিং ক্লাবের ছাত্রী তাই তার এই সাফল্যে সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ক্লাবের তরফে
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: ঘরে ফিরলেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু আফরিন জাবি। এদিন তিনি মেদিনীপুরে পা দেওয়া মাত্রই আবেগে আনন্দে গা ভাসাল শহরবাসী। ইংলিশ চ্যানেল জয় করার পর দেশে ফিরে দিল্লিতে আত্মীয় বাড়িতে ছিলেন আফরিন। আজ সকালে খড়্গপুরে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল নাগাদ মেদিনীপুর শহরে প্রবেশ করেন।
