Unknown facts: চোখ তো খোলাই থাকে, জলের নিচে মাছেরা কি ঘুমায়?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাছেরা ঘুমায় কিনা, এ নিয়ে প্রশ্ন আছে। বিজ্ঞানীরা সেই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং জানিয়েছেন যে মাছেরাও ঘুমায়। তবে মাছের ঘুম আমাদের মতো নয়, তাদের ঘুমের ধরন কিছুটা আলাদা। মাছেদের ঘুম আমাদের মত চোখ বন্ধ করে শুয়ে থাকার মত নয়। কারণ বেশিরভাগ মাছেরই চোখের পাতা নেই, তাই তারা চোখ খোলা রেখে ঘুমায়। ঘুমের সময় মাছেরা সাধারণত কম নড়াচড়া করে, তাদের শরীর স্থির থাকে এবং তাদের শ্বাস-প্রশ্বাসের হারও ধীরে চলে আসে। তবে এরা সম্পূর্ণভাবে ঘুমে…