Success Story: হাই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, আজ ৬৭ তে অ্যাথলিটিক্সে বিশ্বমঞ্চে সোনা জয় বাংলার সোমার
Success Story:৬৫+ মহিলা বিভাগে ২০০ মিটারে সোনা, ১০০ মিটারে রূপো এবং লং জাম্পে ব্রোঞ্জ—মোট তিনটি পদক নিয়ে ঘরে ফিরলেন তিনি। ৬৭–তে আন্তর্জাতিক স্বর্ণজয়! শিলিগুড়ি: বয়স যে শুধুই একটা সংখ্যা—তার জীবন্ত প্রমাণ বাগডোগরার ভুজিয়াপানির ৬৭ বছরের অ্যাথলিট সোমা দত্ত। অবসরপ্রাপ্ত শিক্ষিকা হয়েও যিনি দৌড়ের ট্র্যাক থেকে কোনওদিন অবসর নেননি। বরং বয়সকে জয় করে আরও দৃঢ়ভাবে দৌড়চ্ছেন আন্তর্জাতিক মঞ্চে। দুর্গাপুরে আয়োজিত আন্তর্জাতিক ইনভিটেশনাল মাস্টার গেমসে ফের সোনা, রূপো এবং ব্রোঞ্জ জিতে সবাইকে তাক লাগিয়ে দিলেন এই প্রবীণ দৌড়বিদ। ৬৫+ মহিলা বিভাগে…










