Today's Gold Price: বিয়ের মরশুমেই তুঙ্গে বাজার! চড়া দামের রেকর্ড গড়ল সোনা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ভারতে সোনার দাম ১৪৩৫ টাকা বেড়ে ৬৬,৪৩৫ টাকা প্রতি 10 গ্রাম এর তাজা রেকর্ডে পৌঁছেছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার দাম ছিল ৬৫০০০ টাকা। প্রতিদিনই কিছুটা করে দাম বাড়ছে সোনার। তবে বুধবার ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনার দাম। গুডরেটার্নস ওয়েবসাইট অনুসারে , মুম্বাই এবং কলকাতা সহ প্রধান শহরগুলিতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,৪৩৫। চেন্নাইতে ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ৬৫,৬২০ টাকা প্রতি 10 গ্রাম। সোনার মতো, রূপোর দাম আগের থেকে বাড়ছে। তবে বুধবার…