Bangladesh: ঈদের মাঝেই ‘ভোটের প্রস্তুতি’! কোন পথে বাংলাদেশের রাজনীতি?
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে ঈদেও ‘রাজনীতি’! নিজেদের এলাকায় কার্যত চষে বেড়ালেন বিএনপি, জামায়াতের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। পিছিয়ে ছিল না সদ্যগঠিত দল এনসিপিও। তবে এবার ময়দানে দেখা গেল না একসময়ের ‘সরকারি দল’কে। শীর্ষ নেতারা তো বটেই, ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লিগের নিচুতলার অনেক নেতাকর্মীরাও এখন আত্মগোপন করেছেন কিংবা এলাকা থেকে দূরে রয়েছেন। এদিকে গণ অভ্যুত্থানের পর যত সময় গড়াচ্ছে, ততই বিভিন্ন ইস্য়ুতে রাজনৈতিক দলগুলি মধ্যে মতভেদ স্পষ্ট হচ্ছে। পরিস্থিতি এমনই যে, ঢাকায় বিভিন্ন ইফতার পার্টিতে ভিন্ন রাজনৈতিক…









