
বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির: ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৮তম লোকসভা নির্বাচন। এবার মোট ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। আর ৭ দফাতেই ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। ফল ঘোষণা হবে ৪ জুন। লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এর মধ্য়ে রয়েছে এরাজ্য়ের বরানগর এবং ভগবানগোলা। ৭ মে তৃতীয় দফার লোকসভা ভোটের দিন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। আর বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১ জুন, সপ্তম দফা লোকসভা ভোটের সঙ্গে। বরানগরের বিধায়ক তাপস রায়, ইস্তফা দিয়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির মৃত্য়ু হয়েছে। লোকসভা ভোটের সঙ্গেই ওই একইদিনে অর্থাৎ ৪ জুন ফল ঘোষণা হবে বিধানসভা উপনির্বাচনের।
(Feed Source: abplive.com)