ISL সেমিতে FC Goa-কে ২-০ হারাল বেঙ্গালুরু FC! এগিয়ে থেকেই ফতোর্দায় নামবে সুনীলরা
আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে কান্তিরাভায় এফসি গোয়াকে ২-০ গোলে উড়িয়ে দিল বেঙ্গালুরু এফসি। প্রথম ৬০ মিনিটে একবারের জন্যেও গোয়ার আক্রমণভাগের ফুটবলারা বেঙ্গালুরুর গোলে শট নিতে পারেননি, এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে ঠিক কতটা ভালো ফুটবল এদিন ঘরের মাঠে খেলেছে বেঙ্গালুরু। যদিও ৯০ মিনিট শেষে দেখা গেল বল পজিশন বেশি ছিল গোয়ার, কিন্তু গোলের খাতা খুলতে ব্যর্থ হন তাঁরা। আত্মঘাতী গোল সন্দেশের প্রথমার্ধেই একের পর এক আক্রমণ বেঙ্গালুরু করছিল গোয়ার রক্ষণে, কিন্তু গোল পাচ্ছিল না। ৪২ মিনিটে গোয়ার সন্দেশ ঝিংগানের…