সুপার কাপ কবে হবে তা ঘিরে অনিশ্চয়তা! ক্রীড়াসূচি না পাওয়ায় হতাশ ISL-এর কোচরা
ইন্ডিয়ান সুপার লিগ প্রায় শেষ পর্যায়। তবে এখনও কবে সুপার কাপ আয়োজিত হবে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন খুব তাড়াতাড়ি সূচি প্রকাশিত করবে। এক্ষত্রে আইএসএল শেষ হলে এই টুর্নামেন্ট আয়োজিত হবে বলে মনে করা হচ্ছে। তবে সেই সময় দলের খেলোয়াড়দের ফিটনেস কোন পর্যায় থাকবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনিয়র কোচরা। মরশুমে শেষে আয়োজিত সুপার কাপে আইএসএলের সব দল এবং আইলিগের কিছু নির্দিষ্ট দল অংশ নেবে। গ্রুপ পর্যায়ের পরিবর্তে এবার টুর্নামেন্ট নক…