ওড়িশা ম্যাচ খেলতে নামার আগেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাগান,কোন অঙ্কে?
কোচিতেই মোহনবাগান প্রায় আইএসএলের লিগশল্ড পকেটে পুড়ে ফেলেছে। শনিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-০ হারিয়ে ইতিহাস গড়ার পথে জোসে মোলিনা ব্রিগেড। পয়েন্ট টেবলের তো আগে থেকেই ছিল বাগান ব্রিগেড। এই ম্যাচের পর তারা দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে ১০ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল। যদিও গোয়ার দলটি বাগানের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। প্রসঙ্গত, এদিন বাগানের হয়ে জোড়া গোল করেছেন জেমি ম্যাকলারেন। একটি গোল আলবার্তো রডরিগেজের। লিগশিল্ড জয়ের হিসাবটা কী? এই জয়ের ফলে বাগানের এখন…