ছন্নছাড়া ফুটবল, সুযোগ নষ্টের খেসারত, গোয়ার কাছে হেরে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ছন্নছাড়া ফুটবল, সুযোগ নষ্টের খেসারত, গোয়ার কাছে হেরে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ফের নিরাশ করল ইস্টবেঙ্গল। গোয়ায় গিয়ে গোলের মুখই খুলতে পারলেন না কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। যার নিটফল এফসি গোয়ার কাছে ০-১ ম্যাচ হেরে ফিরতে হচ্ছে লাল-হলুদ বাহিনীকে। সেই সঙ্গে লাল-হলুদ ব্রিগেডের প্লে-অফে ওঠার স্বপ্নেও বড় ধাক্কা খেল।

এর আগে টানা পাঁচ ম্যাচে জয় পায়নি এফসি গোয়া। তারা অবশেষে লাল-হলুদের বিরুদ্ধেই জয়ে ফিরল। গোয়াকে হারিয়ে তিন পয়েন্ট পেলে, এদিন ইস্টবেঙ্গল আইএসএলের পয়েন্ট টেবলের ছয়ে উঠে আসতে পারত। কিন্তু সেগুড়ে বালি। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা নয়েই থাকল। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে এফসি গোয়া। তারা কিন্তু মোহনবাগানের ঘাড়ে এখন নিঃশ্বাস ফেলছে। পাশাপাশি লিগ শিল্ড জয়ের দৌড়েও থাকল এফসি গোয়া।

রবিবার যুবভারতীতে ফিরতি ডার্বি। তার আগে ইস্টবেঙ্গল যদি ম্য়াচটি জিতত, তবে সেটা তাদের জন্য বড় অক্সিজেন হত। কিন্তু ডার্বির আগে পরপর দুই ম্যাচ হার- মানসিক ভাবে পিছিয়ে দিল কুয়াদ্রাতের দলকে। প্রসঙ্গত, এফসি গোয়ার আগের ম্যাচেই ওড়িশার এফসি-র কাছেও হেরেছে ইস্টবেঙ্গল।

বুধবার ফতোরদায় ইস্টবেঙ্গল একেবারে পরিকল্পনাহীন, ছন্নছাড়া ফুটবল খেলল। রক্ষণের সঙ্গে মাঝমাঠ, বা মাঝমাঠের সঙ্গে আক্রমণ ভাগের বোঝাপড়ার চূড়ান্ত অভাব ছিল। গোয়াও যে আহামরি ফুটবল খেলেছে, এমনটা নয়। কিন্তু তারা আসল কাজের কাজটা করেছে। আর ইস্টবেঙ্গল সেই কাজটাও ঠিকঠাক করে উঠতে পারেনি। ইস্টবেঙ্গলের কাছে সুযোগ যে আসেনি, তা কিন্তু নয়। গোয়ার বিরুদ্ধে মোট ২৬টি শট নিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তার মধ্যে ৭টি শট টার্গেটে ছিল। তবে এই পরিসংখ্যান স্কোর লাইন বদলাতে পারেনি। এফসি গোয়া আবার এক ডজন শট নিলেও, টার্গেটে ছিল মাত্র একটি। আর তাতেই পেয়ে গিয়েছে তিন পয়েন্ট।

এদিন ম্যাচে দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছিলেন নোয়া সাদাউই। বিরতির ঠিক আগে ম্যাচের ৪২ মিনিটে নোয়ার গোলেই এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। আর এই গোলটাই ম্যাচের ফলাফল নির্ধারক হয়ে যায়। মূলত লাল-হলুদ রক্ষণের গা-ছাড়া মনোভাবের কারণেই গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে। ১-০ এফসি গোয়া এগিয়ে থাকা অবস্থায় বিরতিতে যায়। এর পর দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোলের মুখ খুলতে পারেননি। গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিয়ে ম্যাচের সেরা হন গোয়ার তারকা নোয়াই।

আর এদিনের হারের পর আইএসএলের লড়াইয়ে ইস্টবেঙ্গল আরও পিছিয়ে পড়ল। এই নিয়ে আট নম্বর ম্যাচে হারল লাল-হলুদ। রবিবার ডার্বি জিততে না পারলে ইস্টবেঙ্গলের প্লে-অফের আশা একেবারেই ফিকে হয়ে আসবে।

(Feed Source: hindustantimes.com)