East Bengal vs Mohammedan: ‘বির্তকের বড় ম্যাচ’, জোড়া লাল কার্ড! ৯ জনে খেলেও ইস্টবেঙ্গল পেল প্রথম পয়েন্ট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডার বলছে ৯ নভেম্বর ২০২৪ তারিখটির ভারতীয় ফুটবলে এক আলাদাই মাহাত্ম্য রয়েছে| শনিবার প্রায় ১০ বছর পর ফের জাতীয় পর্যায়ের কোনও টুর্নামেন্ট মুখোমুখি হল দেশের দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল এবং মহামেডান| ২০১৩-১৪ আই-লিগ শেষবার শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মুখোমুখি হয়েছিল| এদিনের বড় ম্যাচে কোনও ফুটবলার নয়, চর্চায় থাকলেন ৩২ বছরের দিল্লির রেফারি হরিশ কুন্ডু! তিনি সল্টলেক স্টেডিয়ামে যে রেফারিং করলেন তা নিয়ে প্রশ্ন থেকে যাবে| আলোচনা চলবে| ম্যাচের বয়স তখন ২৯ মিনিট, মাথা…