নীরজের সোনা, বাংলার হার, খেলার মাঠের আজকের খবরগুলো এক ঝলকে

নীরজের সোনা, বাংলার হার, খেলার মাঠের আজকের খবরগুলো এক ঝলকে

মুম্বই: আজ সারাদিনে খেলার মাঠে কী কী ঘটেছে। টোকিও অলিম্পিক্সের পর ফের একবার সোনা জিতলেন নীরজ চোপড়া। কার্তিককে দরাজ সার্টিফিকেট। লভলিনার ব্যক্তিগত জীবনে সমস্যা। দেখুন খেলার মাঠে আজকের খবরগুলো একনজরে —

সোনা জয় নীরজের

টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এবার আরও একবার সোনা জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। কিছুদিন আগেই নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন পানিপথের তরুণ এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। এবার ফিনল্যান্ডের কুওর্তান গেমসে সোনা জিতলেন নীরজ। ৮৬.৬৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন নীরজ। উল্লেখ্য, পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুড়ে ছিলেন। জাতীয় রেকর্ড গড়লেও সেই প্রতিযোগিতায় সোনা জেতা হয়নি। এবার সোনা জিতলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড ঘোষণা কবে?

এই মুহূর্তে ঋষভ পন্থের নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলছে। অন্যদিকে আরও একটি দল ইংল্য়ান্ডের মাটিতে উড়ে গিয়েছে টেস্ট খেলার জন্য। এরপর জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজও খেলবে টিম ইন্ডিয়া ইংল্য়ান্ডের মাটিতে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, সেই টি-টোয়েন্টি সিরিজ চলার সময়ই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। সৌরভ বলেন, ”ভারতীয় দল বাছাইয়ের জন্য যাবতীয় বিষয়টি পর্যবেক্ষণ করছে কোচ রাহুল দ্রাবিড়। আশা করে আগামী মাসে ইংল্য়ান্ডের মাটিতে টি-টােয়েন্টি সিরিজ চলার সময়ই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হবে।”

রঞ্জি থেকে বিদায় বাংলার

আরও একবার তীরে এসে তরী ডুবল বাংলা ক্রিকেট দলের। রঞ্জিতে আরও একবার স্বপ্নভঙ্গ। সেমিতেই শেষ হয়ে গেল অভিমন্যু, মনোজদের দৌড়। মধ্যপ্রদেশের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে হেরে রঞ্জি থেকে বিদায় নিতে হল অরুণ লালের দলকে। ৩৫০ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। অর্ধশতরান করেও দলকে বাঁচাতে পারলেন না অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। অন্য়দিকে মধ্য়প্রদেশের কুমার কার্তিকেয় দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট তুলে ভেঙে দিলেন বাংলা দলের ব্য়াটিং মেরুদণ্ড। ১৭৪ রানে জিতে গেল মধ্যপ্রদেশ। ফাইনালে তাদের সামনে মুম্বই। 

মহিলা ক্রিকেট দলের মালিক শাহরুখ 

নাইট রাউডার্স ফ্র্যাঞ্চাইজির নয়া ক্রিকেট টিম শুরু হল মহিলাদের নিয়ে। নাম ‘ট্রিনবাগো নাইট রাইডার্স’ (Trinbago Knight Riders)। ডিয়ান্ড্রা ডটিনের (Deandra Dottin) নেতৃত্বে ৩০ অগাস্ট থেকে শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমে তাঁরা তাঁদের প্রথম ম্যাচ খেলবেন। শাহরুখ এদিন ট্যুইটারে লেখেন, ‘আমাদের সকলের জন্য এটা খুবই আনন্দের মুহূর্ত। আশা করছি আমি ওঁদের লাইভ দেখার জন্য উপস্থিত থাকতে পারব।’