দিঘার পাশেই এই সেই জমিদার বাড়ি, যার প্রতিটি ইট স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দলিল! শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও, জানুন
পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ও গোপন ঘাঁটি। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সঙ্গে। দিঘা চৌধুরী বাড়ি ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রামনগর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: ১৯৪২ সাল স্বাধীনতার আগুন জ্বলছে ভারতবর্ষ সহ মেদিনীপুরের আনাচে কানাচে। স্বদেশী আন্দোলনের জমাট বেঁধেছে অবিভক্ত মেদিনীপুরের মাটিতেই। পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ও গোপন ঘাঁটি। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে…




)

