Sourav Ganguly: সৌরভ আবার প্রশাসক! পুজোর আগেই ‘সিংহাসনে মহারাজ’, ২২ সেপ্টেম্বর দাদার জীবনে বিরাট পরিবর্তন
Sourav Ganguly- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হচ্ছেন সৌরভ। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সিএবির নমিনেশন এর শেষ দিন নিজের মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ। ১৬ তারিখ মনোনয়ন তোলার শেষ দিন। ১৮ তারিখ স্কুটিনি। কলকাতা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হচ্ছেন সৌরভ। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সিএবির নমিনেশন এর শেষ দিন নিজের মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ। ১৬ তারিখ মনোনয়ন তোলার শেষ দিন। ১৮ তারিখ স্কুটিনি। ১৪ তারিখ যদি আর কেউ নমিনেশন না দেয় তাহলেই স্পষ্টত সৌরভ সভাপতি। ঘোষণা ২২ সেপ্টেম্বর। সম্ভাব্য বাকি সদস্য…










